উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহ কয় ভাগে বিভক্ত?
Solution
Correct Answer: Option C
- নবম শ্রেণির(২০২১) নতুন বোর্ড বইয়ে -এ উৎপত্তি অনুসারে শব্দ ৪ প্রকার।
- যথা- তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি (অর্ধ-তৎসম বাদ দেওয়া হয়েছে)।
- অর্থ অনুসারে তিন প্রকার। যথা-যৌগিক শব্দ,রুঢ়ি শব্দ,যোগরুঢ় শব্দ।
- গঠন অনুসারে শব্দ দুই প্রকার। যথা-মৌলিক শব্দ,সাধিত শব্দ ।