বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার)-১৫.০৯.২০২৩ (80 টি প্রশ্ন )
- ইন্টারনেটে যে প্রটোকলের অধীনে সমস্ত হাইপার টেক্সট আদান প্রদান করা হয় তাকে Hyper Text Transfer Protocol (HTTP) বলে।
- ১৯৮৯ সালে টিম বার্নার্স লি এটি উদ্ভাবন করেন।
- এইচটিটিপির প্রথম সংস্করণ হলো HTTP/1.1 যা ১৯৯৭ সালে RFC 2068 নামে প্রথম ব্যবহৃত হয়।
- যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে ডেস্কটপ কম্পিউটারের জন্য চীন ওপেনকাইলিন (openkylin) নামে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম ওপেন সোর্স অপারেটিং সিস্টেম চালু করে।
- OpenKylin হল চীনের একটি উন্মুক্ত উৎস (open source) অপারেটিং সিস্টেম যা বিশেষভাবে ডেস্কটপ কম্পিউটারের জন্য ডিজাইন করা হয়েছে।
- এটি চীনের স্বাধীন এবং নিয়ন্ত্রণযোগ্য প্রযুক্তি উন্নয়নের প্রচেষ্টার একটি অংশ।

"OpenKylin" নামের ব্যাখ্যা:
- "Open" শব্দটি বোঝায় এটি একটি উন্মুক্ত উৎস সফটওয়্যার, যার অর্থ এর সোর্স কোড সবার জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে ব্যবহার করা যায়।
- "Kylin" হল চীনের পৌরাণিক প্রাণী, যা সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। এটি চীনা সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সংযোগ স্থাপন করে।

OpenKylin-এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য:
- এটি লিনাক্স-ভিত্তিক, যা একটি বিশ্বব্যাপী জনপ্রিয় উন্মুক্ত উৎস অপারেটিং সিস্টেম।
- চীনা ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে অপ্টিমাইজ করা হয়েছে।
- নিরাপত্তা ও গোপনীয়তার উপর জোর দেওয়া হয়েছে।
- চীনা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সাথে ভালো সামঞ্জস্য রয়েছে।


- কম্পিউটারের সাথে মানুষের মৌলিক পার্থক্য হলো মানুষের মতো কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধি বা চিন্তা করার ক্ষমতা নেই।
- কম্পিউটারের আইকিউ (10) শূন্য (০)।
- মানুষের দেয়া নির্দেশ অনুসারে এই যন্ত্র কাজ করে।
- কম্পিউটার বিভিন্ন তথ্যকে স্মৃতিতে ধারণ করে প্রয়োজনে নির্দেশ অনুযায়ী ধারণাকৃত তথ্য নির্ভুল ও তড়িৎ গতিতে উপস্থাপন করতে পারে।
- কম্পিউটার বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে ও নির্ভুলভাবে অতি দ্রুত কাজ সম্পন্ন করে।
- বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী Chen Ing- hau (CIH) ভাইরাস ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে কম্পিউটারে আক্রমণ করে।
- CIH ভাইরাস তৈরি করেন চেন ইং হাউ।
- CIH ভাইরাসকে মাদার অব অল ভাইরাস বলা হয়।
- এটি চেরনোবিল ভাইরাস নামেও পরিচিত।
- অনলাইনে পড়া যায় এমন বইগুলো সাধারণত pdf ফরম্যাটে থাকে। pdf হল একটি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট যাতে লেখা, ছবি, এবং অন্যান্য মিডিয়া অন্তর্ভুক্ত থাকতে পারে। এটি একটি জনপ্রিয় ফরম্যাট কারণ এটি সহজেই ভাগ করা যায় এবং বিভিন্ন ডিভাইসে পড়া যায়।

- html ফরম্যাটটি ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত হয়।
- jpg ফরম্যাটটি ছবি সংরক্ষণে ব্যবহৃত হয়।
- doc ফরম্যাটটি মাইক্রোসফ্ট ওয়ার্ড দ্বারা তৈরি করা হয়।
- হা লং বে ভিয়েতনামের কুয়াংনি প্রদেশে অবস্থিত।
- হা লং উপসাগরের আয়তন ১৫৫৩ বর্গ কি.মি.।
- ১৯৯৪ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে এবং ২০০৭ সালে হা লং বে পৃথিবীর নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে নির্বাচিত হয়।
- জগৎ বিখ্যাত শিল্পকর্মের আধার ল্যুভর মিউজিয়াম ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত।
- এটি বিশ্বের বৃহত্তম শিল্পকলা জাদুঘর।
- ১৭৯৩ সালে ল্যুভর মিউজিয়াম উদ্বোধন করা হয়।
- সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন; যা ১৯৭২ সালে ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
- এ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে মোট ১৭ বার সংশোধন করা হয়েছে।
- তবে এ সংশোধনীর মধ্যে ৫ম, ৭ম, ১৩তম এবং ১৬তম সংশোধনী সুপ্রিমকোর্ট কর্তৃক বাতিল করা হয়েছে।
- এই সংবিধান সংশোধনের জন্য সংসদ সদস্যদের মোট সংখ্যার অংশ ভোটের প্রয়োজন হয়, যা সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।
- সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত, স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে।
- রাষ্ট্রের মোট উপাদান ৪টি। যথা: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব।
- এসব উপাদানের যেকোনো একটি উপাদান অনুপস্থিত থাকলে রাষ্ট্র গঠিত হতে পারে না।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- নালন্দা বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয় ।
- ধারণা করা হয়, চতুর্থ শতাব্দীর শেষের দিকে অথবা পঞ্চম শতাব্দীর শুরুর দিকে প্রথম চন্দ্ৰগুপ্ত অথবা সমুদ্রগুপ্ত এটি প্রতিষ্ঠা করেন।
- তবে অনেকের মতে এর প্রতিষ্ঠাতা কুমারগুপ্ত।
- এটি বর্তমানে ভারতের বিহার রাজ্যে অবস্থিত।
বৈশ্বিক ভাষাচিত্র ২০২৫

- সংস্করণ: ২৮তম
- প্রকাশক: Ethnologue
- বিশ্বে মোট ভাষার সংখ্যা: ৭,১৫৯টি।

মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ৫ ভাষা:
১. মান্দারিন (চাইনিজ),
২. স্প্যানিশ,
৩. ইংরেজি,
৪. হিন্দি ও
৫. বাংলা।

ব্যবহৃত শীর্ষ ১০ ভাষা:
১. ইংরেজি
২. মান্দারিন
৩. হিন্দি
৪. স্প্যানিশ
৫. আরবি
৬. ফরাসি 
৭. বাংলা 
৮. পর্তুগিজ
৯. রুশ  
১০. ইন্দোনেশীয়।


- ১৯০১ সালে খাজা আহসানউল্লাহর সহযোগিতায় ঢাকা শহরে তথা বাংলাদেশে প্রথম বিদ্যুতের ব্যবহার শুরু হয়।
- এটি একটি ঐতিহাসিক ঘটনা যা ঢাকার আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।


- শিল্প বিপ্লব হচ্ছে উৎপাদন ব্যবস্থায় আমুল পরিবর্তন, এর মাধ্যমে মানুষের অর্থনৈতিক মুক্তির পথ উন্মোচিত হয়।
- ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লবের সূচনা হয়।
- ১৭৫০ থেকে ১৮৫০ সাল পর্যন্ত স্থায়ী এ বিপ্লব কৃষি ও কৃষিভিত্তিক বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে এগিয়ে যায়।
- ১৮৭০ সালে বিদ্যুতের আবিষ্কার শিল্প উৎপাদনে এক নতুন গতির সঞ্চার করে, যা দ্বিতীয় শিল্পবিপ্লব নামে পরিচিত।
- এ বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় শিল্প কারখানাগুলো তড়িৎ ও আসেম্বলি লাইনের মাধ্যমে ব্যাপক উৎপাদনের সক্ষমতা অর্জন করে।
- দ্বিতীয় শিল্প বিপ্লবের ব্যাপ্তি ছিল উনিশ শতকের শেষার্ধ থেকে বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত।
- মানব সভ্যতার ইতিহাসে তৃতীয় শিল্প বিপ্লবের সূচনা ঘটে ১৯৬০ এর দশকে।
- তৃতীয় শিল্প বিপ্লবকে কম্পিউটার বিপ্লবও বলা হয়।
- সেমি কনডাক্টর, মেইনফ্রেম কম্পিউটার ও ইন্টারনেট এ বিপ্লবের ধারক ও বাহক।
- ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কার তৃতীয় শিল্পবিপ্লবকে চূড়ান্ত গতি দান করে।
- ৬২২ সালে ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহম্মদ (স.) মক্কা থেকে মদিনায় হিজরত করেন।
- হিজরতের এ ঘটনাকে স্মরণীয় করে রাখতে ইসলামের ২য় খলিফা হযরত ওমর (রা.) ৬৩৮ সালে হিজরী সন প্রবর্তন করেন বা গণনা শুরু করেন।
• অনকোলজিস্ট: ক্যান্সার রোগ নির্ণয় ও চিকিৎসা করে।
• প্যাথোলজিস্ট: রোগ নির্ণয়ের জন্য রোগীর টিস্যু ও রক্ত পরীক্ষা করে।
• ইউরোলজিস্ট: পুরুষ ও মহিলা উভয়েরই প্রজনন অঙ্গ (মূত্রাশয়, কিডনি, প্রস্টেট গ্রন্থি, অণ্ডাশয়, জরায়ু ইত্যাদি) এবং মূত্রনালীর রোগ নির্ণয় ও চিকিৎসা করে।
• গাইনোকলজিস্ট: মহিলাদের প্রজনন অঙ্গ ও যৌনাঙ্গের রোগ নির্ণয় ও চিকিৎসা করে।

সুতরাং, কিডনি রোগীদের চিকিৎসা করে এমন ডাক্তারদের উরোলজিস্ট বলা হয়।

- ১ মার্চ ১৯৭১ সালে ইয়াহিয়া খান পূর্ব ঘোষিত ৩ মার্চ ঢাকায় পাকিস্তান জাতীয় পরিষদের ডাকা অধিবেশন স্থগিত করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সারাদেশে হরতাল এবং ৭ মার্চ রেসকোর্স (সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে জনসভা আহ্বান করেন।
- ৭ মার্চ, ১৯৭১ সালে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের স্বতঃস্ফূর্ত সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দেন তা ইতিহাসে ‘৭ মার্চ ভাষণ' নামে পরিচিত।
- এ ভাষণটির স্থায়ীত্বকাল ছিল প্রায় ১৯ মিনিট (১৮.৩৯ সেকেন্ড)।
- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণে অ্যাসেম্বলিতে বসার জন্য তৎকালীন সরকারকে ৪টি শর্ত দিয়েছিলেন।

শর্ত গুলো হলো-
- সামরিক আইন প্রত্যাহার করতে হবে,
- সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, 
- গণহত্যার তদন্ত করতে হবে ও
- নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে একত্রে "সেভেন সিস্টার্স" বলা হয়।

এই রাজ্যগুলো হল:

১) অরুণাচল প্রদেশ - রাজধানী: ইটানগর
২) আসাম - রাজধানী: দিসপুর
৩) মেঘালয় - রাজধানী: শিলং
৪) মণিপুর - রাজধানী: ইম্ফল
৫) মিজোরাম - রাজধানী: আইজল
৬) নাগাল্যান্ড - রাজধানী: কোহিমা
৭) ত্রিপুরা - রাজধানী: আগরতলা

- এই সাতটি রাজ্য একে অপরের সাথে ভৌগোলিকভাবে সংযুক্ত এবং সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যে সমৃদ্ধ।

- হিমাচল প্রদেশ ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত এবং এটি "সেভেন সিস্টার্স" এর অন্তর্ভুক্ত নয়।
- সেভেন সিস্টার্স শুধুমাত্র উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যকে নির্দেশ করে।
- জনপ্রিয় ফাস্টফুড 'পিৎজা'র উৎপত্তি হয়েছে ইতালিতে।
- পিৎজা সারা বিশ্বব্যাপী জনপ্রিয় ফাস্ট ফুড।
- এর উৎপত্তি ভূমধ্যসাগরীয় দেশ ইতালি।

পিৎজার ইতিহাস -
- পিৎজার আধুনিক রূপটি ১৮শ এবং ১৯শ শতাব্দীতে নেপলস শহরে বিকশিত হয়েছিল।
- ১৮৮৯ সালে, পিৎজাইওলো রাফাএলে এসপোসিতো ইতালির রাজা উম্বেরতো প্রথম এবং রানী মারগেরিতার সম্মানে "পিৎজা মারগেরিতা" তৈরি করেন, যা ইতালির জাতীয় পতাকার রঙ (সবুজ, সাদা, লাল) প্রতিফলিত করে।

- এই ঐতিহাসিক খাবারটি পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন দেশের স্থানীয় স্বাদ ও উপাদান অনুযায়ী বিভিন্ন রূপ নেয়।
প্রকাশিত: ১৫ জুন ২০২৩।
প্রকাশক : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) ।
প্রতিবেদনের শিরোনাম : Food Outlook : Biannual Report on Global Food Markets

প্রতিবেদন অনুযায়ী—
- গম উৎপাদনে শীর্ষে চীন , আমদানিতে মিসর, রপ্তানিতে রাশিয়া
- ভুট্রা উৎপাদনে শীর্ষে যুক্তরাষ্ট্র , আমদানিতে চীন, রপ্তানিতে যুক্তরাষ্ট্র 
- ধান উৎপাদনে শীর্ষে চীন, আমদানিতে চীন, রপ্তানিতে ভারত
- চিনি উৎপাদনে শীর্ষে ব্রাজিল, আমদানিতে চীন, রপ্তানিতে ্ব্রাজিল
উলেক্ষ্য, বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয়। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- Expanded Program on Immunization (EPI) বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক পরিচালিত একটি চলমান টিকাদান কর্মসূচি। ৭ এপ্রিল, ১৯৭৯ সালে প্রথম চালু হয়।
- EPI কর্মসূচিতে বর্তমানে ১০টি রোগের ৭টি টিকা দেয়া হয়।

রোগের নাম ও টিকাঃ 
• যক্ষ্মা - বিসিজি;
• পোলিও - ওপিভি (ওরাল পোলিও ভ্যাকসিন), আইপিভি (ইনএক্টিভেট পোলিও ভ্যাকসিন);
• হাম ও রুবেলা - এম আর;
• (ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার ), হেপাটাইটিস বি, (হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি) - পেন্টাভ্যালেন্ট (ডিপিটি, হিব হেপাটাইটিস-বি);
• নিউমোকক্কাল নিউমোনিয়া - পিসিভি ।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৬ নং অনুচ্ছেদ অনুযায়ী, নগর ও গ্রামাঞ্চলের জীবন যাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলের বিদ্যুতীকরণের ব্যবস্থা, কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
- ১১ নং অনুচ্ছেদ- 'গণতন্ত্র ও মানবাধিকার; ১৩ নং অনুচ্ছেদ- মালিকানার নীতি।
- মোনাকো ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র।
- এর রাজধানী মোনাকো সিটি।
- এটি আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ এবং পৃথিবীর সর্বোচ্চ জন ঘনত্বপূর্ণ দেশ।

World Population Prospects- 2024 অনুসারেঃ 
প্রকাশঃ জুলাই 2024,
প্রকাশকঃ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ
শিরোনামঃ Revision of World Population Prospects 2024
 

প্রতিবেদন অনুযায়ীঃ
জনসংখ্যার ঘনত্বে- 
- শীর্ষ দেশঃ মোনাকো ( প্রতিবর্গ কি.মি. ২৫,৯২৭ জন)।
- সর্বনিম্ন দেশঃ মঙ্গোলিয়া ( প্রতিবর্গ কি.মি. ২ জন)।

• গড় আয়ুতে
- শীর্ষ দেশঃ মোনাকো ( ৮৬.৫০ বছর)।
- সর্বনিম্ন দেশঃ নাইজেরিয়া ( ৫৪.৬৩ বছর)।

• জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশঃ ৬ষ্ঠ। 

• জনসংখ্যার শীর্ষ দেশঃ ভারত । 
• দ্বিতীয়ঃ চীন,
• অষ্টমঃ বাংলাদেশ।
- বাংলাদেশের সংবিধানে ৭টি তফসিল রয়েছে। যথা:

প্রথম তফসিল- অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
দ্বিতীয় তফসিল- বিলুপ্ত,
তৃতীয় তফসিল- শপথ ও ঘোষণা,
চতুর্থ তফসিল- ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি,
পঞ্চম তফসিল- ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ,
ষষ্ঠ তফসিল- ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা,
সপ্তম তফসিল- ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র ।
- World Population Review 2024 এর তথ্যমতে,
- বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ১০টি শহর। 

শহরের নাম ও দেশঃ 
১) ম্যানিলা, ফিলিপাইন
২) প্যাটেরোস, ফিলিপাইন
৩) মান্দালুয়ং, ফিলিপাইন
৪) বাগদাদ, ইরাক
৫) মুম্বাই, ভারত
৬) ঢাকা, বাংলাদেশ
৭) ক্যালুকান, ফিলিপাইন
৮) পোর্ট-অ-প্রিন্স, হাইতি
৯) Bnei Brak, ইসরায়েল
১০) লেভালোইস-পেরেট,ফ্রান্স।


- লুহানস্ক ও দোনেতস্ক ইউক্রেনের রুশভাষী বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি স্বঘোষিত প্রজাতন্ত।
- এটি ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনবাসে এলাকায় অবস্থিত।
- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২১ ফেব্রুয়ারি, ২০২২ সালে ইউক্রেনের লুহানস্ক ও দোনেতস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
- ১৯ জুলাই, ২০২৩ সালে চ্যানেল ২৪ এ দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা ‘অপরাজিতা’ সংবাদ উপস্থাপন করেন।
- চ্যানেল ২৪ বুধবার সন্ধ্যা ৭টার বুলেটিনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করানো হয়।
- সম্প্রতি বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সংবাদ সঞ্চালনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
- ২০২৩ সালের এপ্রিলে কুয়েত নিউজ ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সংবাদ পাঠ করেছিল।
- এছাড়াও, ৯ জুলাই ভারতের বেসরকারি চ্যানেল ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা ‘লিসা’কে দিয়ে সংবাদ পরিবেশন করেছিল।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক (১৯ জুলাই ২০২৩)
- বাংলাদেশ থেকে প্রথম রুপিতে রফতানি চালান পাঠিয়েছে বগুড়ার তামিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
- রফতানি চালানের মূল্য ছিল ১৬ মিলিয়ন রুপি।
- এই আমদানির ঋণপত্র খোলে ভারতের আইসিআইসিআই ব্যাংক।
- আর রফতানিকারকের ব্যাংক ছিল স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) বাংলাদেশ শাখা।
- অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে রফতানি নথি গ্রহণ করেন তামিম এগ্রোর চেয়ারম্যান মো. শাহজাহান আলী।
- ১ জানুয়ারি, ২০২১ থেকে ৩০ জুন, ২০২৩ পর্যন্ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা প্রায়োগিক সাক্ষরতা নিরূপণ জরিপ অনুযায়ী, পড়তে পারেন, লিখতে পারেন, বুঝতেত পারেন ও গণনা করতে পারেন দেশের এমন প্রায়োগিক সাক্ষরতা সম্পন্ন মানুষের হার ৬২.৯২ শতাংশ।

- এর মধ্যে পুরুষ ৬৩.৯৭ এবং নারী ৬১.৬৬ শতাংশ।
- ৭ থেকে ১৪ বছরের মধ্যে প্রয়োগিক সাক্ষরতার হার ৭২.৯৭ শতাংশ।
- ১৫ বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে প্রায়োগিক সাক্ষরতার হার ৬০.৭৭ শতাংশ।

সোর্সঃ কালের কণ্ঠ (১৮ জুলাই ২০২৩)
- ২০২২ সালে বরিশাল বিভাগে সর্বোচ্চ দারিদ্র্য হার।
- উচ্চ ও নিম্ন উভয় দারিদ্র্য রেখার মাধ্যমে প্রাপ্ত হিসাব অনুযায়ী ২০২২ সালে বরিশাল বিভাগে দারিদ্র্যের হার বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ।
- ২০২২ সালে বরিশালে উচ্চ দারিদ্রদ্র্য রেখা অনুযায়ী দারিদ্রদ্র্য হার ২৬.৯% এবং নিম্ন দারিদ্র্য রেখা অনুযায়ী দারিদ্র্যের হার ১১.৮% পাওয়া যায়।
- অন্যদিকে, বিভাগগুলোর মধ্যে উচ্চ দারিদ্র্য রেখা অনুযায়ী খুলনায় দারিদ্র্যের হার ১৪.৮% এবং ঢাকায় নিম্ন দারিদ্র্য রেখা অনুযায়ী অতি দারিদ্র্যের হার ২.৮%।

সোর্সঃ খানার আয় ও ব্যয় জরিপ ২০২২

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ঐতিহাসিক মোঘল স্থাপনা 'ঢাকা গেট'।
- এটি নির্মাণ করেন মীর জুমলা।
- মোঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে বাংলার সুবাদার ছিলেন মীর জুমলা।
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কার্জন হল ছাড়িয়ে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমি যেতে গেইটটি চোখে পড়ে। গ
- এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ঢাকা কোষ-এ বলা হয়েছে, মীর জুমলা ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে ঢাকার সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে ঢাকা গেইট-টি নির্মাণ করেছিলেন।
- ঢাকার সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করছে ৩৫০ বছরের প্রাচীন এই তোরণ ‘ঢাকা গেট’।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0