- রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস 'শেষের কবিতা' (১৯২৯)।
- উপন্যাসের প্রধান চরিত্র অমিত রায় ব্যারিস্টারি পড়তে বিলেতে যায়।
- তার ছেলে বন্ধুর চেয়ে মেয়ে বন্ধু বেশি। এদের মধ্যে কেতকীর সাথে অমিতের প্রেম হয় এবং অমিতের দেয়া আংটিও পরে। ব্যারিস্টার হয়ে দেশে ফিরে অমিত শিলংয়ে বেড়াতে গেলে উপন্যাসের মূল নায়িকা লাবণ্যের সাথে পরিচয় থেকে প্রেম হয়। তাদের বিয়ে ঠিক হলে উপস্থিত হয় কেতকী।
- লাবণ্য বিয়ে করে শোভনলালকে।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ 'সোনার তরী' (১৮৯৪) ও 'মানসী' (১৮৯০)।
- কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ 'দোলনচাঁপা' (১৯২৩)।
• রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কয়েকটি উপন্যাসঃ
- শেষের কবিতা,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- যোগাযোগ,
- রাজর্ষি,
- চার অধ্যায়।