Solution
Correct Answer: Option B
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালিদাসের সংস্কৃত ভাষার 'অভিজ্ঞান শকুন্তলম' নাটকটি অনূদিত করে রচনা করেন 'শকুন্তলা' (১৮৫৪)।
- এটি অনুবাদ গ্রন্থ হলেও বিদ্যাসাগর কাহিনী নির্মাণ ও ভাষা ব্যবহারে স্বাধীন মত গ্রহণ করে সৃজনশীল দৃষ্টিভঙ্গী প্রয়োগ করেন।
- চন্দ্রবংশীয় রাজা দুষ্মন্ত তপোবনে শিকারে এসে মহর্ষি বিশ্বামিত্রের কন্যা শকুন্তলার প্রণয়ী হন এবং বিয়ের বন্ধনে আবদ্ধ হন।
- রাজা চিহ্ন হিসেবে শকুন্তলাকে আংটি দিয়ে রাজ্যে ফিরে যান।
- শকুন্তলার গর্ভে এক পুত্র সন্তান জন্ম নেয়, নাম রাখা হয় ভরত।
- রাজা রাজকার্যে ব্যস্ত থাকার কারণে শকুন্তলাকে ভুলে যান।
- পরবর্তীতে দৈব বাণীতে রাজা সব অবগত হয়ে বৃদ্ধ বয়সে ভরতকে রাজ্যশাসনের ভার অর্পণ করেন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক অনূদিত গ্রন্থসমূহ:
- 'বেতালপঞ্চবিংশতি' (১৮৪৭),
- 'জীবনচরিত' (১৮৪৯),
- 'সীতার বনবাস' ১৮৬০),
- 'ভ্রান্তিবিলাস' (১৮৬৯),
- 'বাঙালার ইতিহাস'।