'যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না' তাকে এক কথায় বলে-
A দুর্গম
B দুস্তর
C দুর্জয়
D দুর্লভ
Solution
Correct Answer: Option B
এক কথায় প্রকাশ-
- যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না- দুস্তর;
- যাহাতে সহজে গমন করা যায় না- দুর্গম;
- যা কষ্টে জয় করা যায়- দুর্জয়;
- যা কষ্টে লাভ করা যায়- দুর্লভ।