সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়?
A দ্বিত্বজনিত দোষে
B বাহুল্য দোষে
C গুরুচণ্ডালী দোষে
D আঞ্চলিক দোষে
Solution
Correct Answer: Option C
- সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে।
যেমন:
- অশুদ্ধ: অতঃপর তারা চলে গেল।
- শুদ্ধ: তারপর তারা চলে গেল।