Solution
Correct Answer: Option C
জেজু দ্বীপ (Jeju Island)
অবস্থান: দক্ষিণ কোরিয়া
বৃহত্তম দ্বীপ: দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ দ্বীপ
শাসন: স্বায়ত্তশাসিত এলাকা
আয়তন: ১,৮৪৮ বর্গকিমি
ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য: অনেক সুপ্ত আগ্নেয়গিরি
ইতিহাস ও স্বীকৃতি: ২০০৭ সালে ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্য তালিকায় আদি নিদর্শন হিসেবে অন্তর্ভুক্ত
উচ্চতম শৃঙ্গ: হ্যাল্লাসান (Hallasan) – দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ শৃঙ্গ ও সর্বোচ্চ বিন্দু