প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
Solution
Correct Answer: Option D
- গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলায় দুটি স্বাধীন রাজ্য সৃষ্টি হয়।
- একটি বঙ্গ এবং অন্যটি গৌড়।
- ৫৯৪ খ্রিষ্টাব্দে রাজা শশাঙ্ক প্রাচীন বাংলার জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করে পূর্ব বাংলার উত্তরাংশে গৌড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
- অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে পাল বংশের রাজাদের সময় থেকে বাংলার প্রাচীন রাজধানী হিসেবে গৌড়ের পত্তন হয়।
- ১১৯৮ সালে মুসলিম শাসকেরা গৌড় অধিকার করার পরেও গৌড়ই বাংলার রাজধানী হিসেবে থেকে যায়।
- গৌড় নগরী বর্তমানে পশ্চিমবঙ্গের মালদহ শহর থেকে দশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
- প্রাচীন গৌড় নগরের অধিকাংশই পড়েছে মালদহ, মুর্শিদাবাদ ও বীরভূমে এবং কিছু অংশ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে।