মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' - গানটির রচয়িতা কে?
Correct Answer: Option A
'মােরা একটি ফুলকে বাঁচাবাে বলে যুদ্ধ করি ’ গানটির রচয়িতা গােবিন্দ হালদার এবং সুরকার আপেল মাহমুদ । ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যােগাতে এ গানটি রচিত হয় । ২০০৬ সালে এটি বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে শ্রোতা মনােনীত ২০ সেরা গানের মধ্যে ৭ম অবস্থানে অন্তর্ভুক্ত হয়েছিল ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions