বাংলাদেশকে ধন-সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন?
Solution
Correct Answer: Option B
- ইবনে বতুতা ছিলেন মরক্কোর নাগরিক ও বিখ্যাত পরিব্রাজক।
- তিনি ১৩৩৩ সালে মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ভারতবর্ষে ও ফখরুদ্দিন মোবারক শাহের আমলে ১৩৪৬ সালে বাংলায় (সোনারগাঁও) আসেন।
- বাংলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার বিখ্যাত গ্রন্থ কিতাবুল রেহেলা-তে বাংলাকে দোযখ-ই-পুর নিয়ামত বলেছেন।
- অন্যদিকে, চীনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েন সাং ৬৩০ সালে সম্রাট হর্ষবর্ধনের আমলে উপমহাদেশে আসেন।
- চীনা পরিব্রাজক ফা-হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ৩৯৯ সালে ভারতবর্ষে আসেন।
- ইতালিয় পরিব্রাজক মার্কো পোলো ১২৭১ থেকে ১২৯৫ সাল পর্যন্ত ইউরোপ থেকে সিল্ক রোডে এশিয়া ভ্রমণ করে প্রথম প্রাচ্যকে পাশ্চাত্যের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন।