Solution
Correct Answer: Option C
- তরাইনের ২য় যুদ্ধ ১১৯২ সালে বর্তমান হরিয়ানার থানেশ্বরের কাছাকাছি তরাইন শহরের নিকটে সংঘটিত হয়।
- এই স্থান দিল্লি থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
- মুহম্মদ ঘুরির নেতৃত্বাধীন বাহিনী এবং পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বাধীন চৌহান রাজপুত বাহিনীর মধ্যে এই যুদ্ধে সংঘর্ষ হয়।
- এই যুদ্ধে মুহম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন, এবং তার বিজয় দিল্লি সুলতানি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে।
- তিনি ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার ভিত্তি রচনা করেন এবং "মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা" হিসেবে খ্যাতি লাভ করেন।