সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন?

A ১৫ বার

B ১৬ বার

C ১৭ বার

D ১৮ বার

Solution

Correct Answer: Option C

- ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাব হয় ৭১২ খ্রিস্টাব্দে মোহম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে, তিনি সিন্ধু রাজা দাহিরকে আক্রমন করলে দাহির নিহত হন।
- বখতিয়ার খলজি নদীয়া আক্রমণ করেন ১২০৪ সালে।
- তিনি বাংলার প্রথম মুসলিম বিজেতা।
- সুলতান মাহমুদ ১০০০-১০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ১৭ বার ভারতবর্ষ আক্রমণ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions