Solution
Correct Answer: Option C
- যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি, সে সকল পদার্থকে অর্ধপরিবাহী বলে।
- যেমন- সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনাইড, গ্যালিয়াম, ইন্ডিয়াম, ক্যাডমিয়াম, পানি, তুলা, গন্ধক, অ্যালকোহল ইত্যাদি।
- সুবিধামত অপদ্রব্য মিশিয়ে অর্ধপরিবাহী পদার্থের তড়িৎ পরিবাহকত্ব বৃদ্ধি করা যায়।