Solution
Correct Answer: Option A
- 4℃ তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে অর্থাৎ পানি এ সময় সবচেয়ে ভারী থাকে।
- 4℃ তাপমাত্রায় এ ভারী পানি পরিচলন প্রক্রিয়ায় নিচে নেমে আসে এবং নিচের অধিক উষ্ণতার পানি উপরে উঠে আসে।
- উপরিতলের এ পানি 4℃ তাপমাত্রায় পৌঁছালেও ঘনত্ব সমান থাকায় নিচে নেমে যায় না।
- এরপর তাপমাত্রা আরো কমে গিয়ে পানি বরফে পরিণত হয়।
- পানি বরফে পরিণত হলে আয়তন বেড়ে যাওয়ায় ঘনত্ব কমে যায় এবং বরফ উপরে ভাসতে থাকে।