আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন?
Solution
Correct Answer: Option C
- ভারতে আক্রমণকারী মুসলমানদের মধ্যে আরবরাই প্রথম এসেছিলেন।
- ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের উৎসাহে তার জামাতা মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা সিন্ধু আক্রমণ করে।
- এ সময় সিন্ধুর রাজা ছিলেন দাহির।
- সুশৃঙ্খল ও প্রশিক্ষণপ্রাপ্ত আরব সৈন্যবাহিনী যুদ্ধে সহজেই দাহিরকে পরাজিত ও নিহত করে।