Solution
Correct Answer: Option D
- হুমায়ুননামা গুলবদন বেগম রচিত হুমায়ুনের ইতিহাস সম্বন্ধে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান উৎস গ্রন্থ।
- হুমায়ুননামা ফারসি ভাষায় রচিত।
- কিন্তু মূলগ্রন্থে ফারসি ও তুর্কি শব্দাবলির মিশ্রণ ছিল।
- গুলবদনের গ্রন্থের একমাত্র কপিটি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে ।
- এ.এস বেভারীজ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছেন।
- বাবুর-এর কন্যা গুলবদন ১৫২৩ খ্রিস্টাব্দের দিকে জন্মগ্রহণ করেন।
- হুমায়ুনের সিংহাসনে আরোহণকালে শাহজাদী ছিলেন প্রায় আট বছর বয়সী।
- জনৈক চাঘতাই মুগল খিজর খাওয়াজা খানের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল এবং তাঁর বিবরণ হতে প্রতীয়মান হয় যে, গুলবদন ছিলেন সুশিক্ষিতা ও প্রতিভাময়ী।
- গুলবদন ছিলেন গ্রন্থ ও জ্ঞানের অনুরাগী।
- হুমায়ুনের মৃত্যুর পর তিনি আকবর-এর কাছ থেকে সুরক্ষা ও সম্মান লাভ করেন।
- ১৫৭৫ খ্রিস্টাব্দে তিনি মক্কায় হজ্জ পালন করেন।
- ভারতে ফিরে আসার পর ১৬০৩ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে তাঁর মৃত্যু হয়।