হিজরতের পূর্বে যে সকল সূরা নাযিল হয়েছে সেগুলোকে কি বলে?

A মাক্কী সূরা

B লাইলি সূরা

C মাদানী সূরা

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option A

- ৬২২ সালে ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহম্মদ (স.) মক্কা থেকে মদিনায় হিজরত করেন।
- হিজরতের এ ঘটনাকে স্মরণীয় করে রাখতে ইসলামের ২য় খলিফা হযরত ওমর (রা.) ৬৩৮ সালে হিজরী সন প্রবর্তন করেন বা গণনা শুরু করেন।
- মহানবী (স.) মদিনা হিজরতের পূর্বে যে সকল সূরা নাযিল হয়েছে তাকে মাক্কি সূরা ও হিজরতের পরে যে সকল সূরা নাযিল হয়েছে তাকে মাদানি সূরা বলে।
- পবিত্র কুরআনে মোট সূরা ১১৪টি। এর মধ্যে মাক্কি সূরা ৮৬টি ও মাদানি সূরা ২৮টি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions