বিজ্ঞানের কোন শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয়?
Solution
Correct Answer: Option D
- পদার্থবিজ্ঞানে কাজ করার সামর্থ্যই হলো শক্তির একক জুল।
- অবস্থাভেদে মহাবিশ্বে শক্তি বিভিন্ন রূপে অবস্থান করে।
- যেমন: যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, চুম্বক শক্তি, আলোক শক্তি, পারমাণবিক শক্তি ইত্যাদি।