কাশ্মীরের কোন অংশে Line of Actual Control?
A লাদাখ-আকসাই চিন
B লাদাখ-বালতিস্তান
C কারগিল-জম্মু
D শাখসগাম ভ্যালী-জম্মু
Solution
Correct Answer: Option A
-লাদাখ-আকসাই চিন। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলওসি) হল একটি নোটিওনিয়াল ডিমারকেশন লাইন যা কাশ্মীরের ভারত-নিয়ন্ত্রিত অংশ এবং চীন-নিয়ন্ত্রিত অংশকে পৃথক করে। এলওসি লাদাখের আকসাই চিন অঞ্চল দিয়ে যায়।