মহানবী (স.) ব্যবসার উদ্দেশ্যে কোন দেশে গিয়েছিলেন?
Solution
Correct Answer: Option D
- মহানবী (স.) ১২ বছর বয়সে চাচা আবু তালিবের সাথে সিরিয়ায় বাণিজ্যে যান।
- এ পরিভ্রমণে খোদাদ্রোহী সামূদ জাতির ধ্বংসাবশেষ অবলোকন ও প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দর্শনে নবীর মন এক পরম সত্তার সান্নিধ্য পাবার আগ্রহ প্রকাশ করে।
- কথিত আছে এ সময়কার যাত্রাকালে পাদ্রী বুহাইক মুহাম্মদ (স.) কে প্রতিশ্রুত শেষ নবী হিসেবে চিনতে পারেন।