শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
A মিশর
B ইরাক
C ইরান
D থাইল্যান্ড
Solution
Correct Answer: Option D
- থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র।
- এর রাজধানী ব্যাংকক।
- এ দেশটি কখনো কোন ইউরোপীয় কিংবা কোন বিদেশী শক্তির নিয়ন্ত্রণে ছিল না।
- প্রাচীনকাল থেকে থাইল্যান্ড শ্যামদেশ নামে পরিচিত ছিল।
- ১৯৪০ সালে থাইল্যান্ড নামকরণ করা হয়।