Solution
Correct Answer: Option B
বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং
বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়,
তাকেই কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে পরপদের
অর্থই প্রধান। পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে এ সমাসে
সেটি পুরুষবাচক হয়। যেমন: মহতী যে কীর্তি = মহাকীর্তি।