'বুলবুলিতে ধান খেয়েছে'- এ বাক্যের 'বুলবুলিতে' কোন কারকে কোন বিভক্তি?
Solution
Correct Answer: Option C
• বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তৃকারক বলে।
• বাক্যের ক্রিয়াকে 'কে/কারা' দিয়ে প্রশ্নের উত্তরে কর্তৃকারক পাওয়া যায়। যেমন: বুলবুলিতে ধান খেয়েছে। এখানে যদি প্রশ্ন করা হয়- কে ধান খেয়েছে? তাহলে উত্তর পাই- বুলবুলি। সুতরাং, 'বুলবুলি' কর্তৃকারক এবং 'বুলবুলি' শব্দের সাথে সপ্তমী বিভক্তি (বুলবুলি+তে) যুক্ত হওয়ায় এটি কর্তৃকারকে ৭মী বিভক্তি।