Solution
Correct Answer: Option A
• যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনি বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলে তদ্ভব শব্দ।
• তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। যেমন: চন্দ্র (তৎসম) > চন্দ (প্রাকৃত) > চাঁদ(তদ্ভব)। সূর্য, নক্ষত্র, গগন হলো তৎসম শব্দ।