Solution
Correct Answer: Option D
কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থসমূহ:
১. অগ্নিবীণা (১৯২২)
২. দোলনচাঁপা (অক্টোবর, ১৯২৩)
৩. বিষের বাঁশি (১৯২৪)
৪. ভাঙার গান (১৯২৪)
৫. ছায়ানট (১৯২৪)
৬. চিত্তনামা (১৯২৫)
৭. সাম্যবাদী (১৯২৫)
৮. পুবের হাওয়া (১৯২৫)
৯. ঝিঙেফুল (১৯২৬)
১০. সাতভাই চম্পা (১৯২৬)
১১. সর্বহারা (১৯২৬)
১২. ফণি-মনসা (১৯২৭)
১৩. সিন্ধু হিন্দোল (১৯২৭)
১৪. জিঞ্জির (১৯২৮)
১৫. চক্রবাক (১৯২৯)
১৬. সন্ধ্যা (১৯২৯)
১৭. প্রলয়শিখা (১৯৩০)
১৮. নির্ঝর (১৯৩৯)
১৯. নতুন চাঁদ (১৯৩৯)
২০. মরুভাস্কর (১৯৫০)
২১. শেষ সওগাত (১৯৫৮)
বিশেষ তথ্য:
• 'দোলনচাঁপা' কাব্যের নামকরণ করা হয়েছিল কবির স্ত্রী দুলির নামানুসারে।
• 'দোলনচাঁপা' কাব্যের বিখ্যাত কবিতাসমূহ: আজ সৃষ্টি সুখের উল্লাসে, বেলাশেষে, পূর্বের হাওয়া, চোখের চাতক, অবেলার ডাক, পূজারিণী।