'আলালের ঘরের দুলাল' উপন্যাসটি কার লেখা?

A শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

B শওকত ওসমান

C প্যারীচাঁদ মিত্র

D মানিক বন্দ্যোপাধ্যায়

Solution

Correct Answer: Option C

• প্যারীচাঁদ মিত্র কর্তৃক রচিত সাহিত্যের প্রথম উপন্যাস 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮)। উপন্যাসটি ইংরেজিতে Spoiled Child নামে অনূদিত। এটি বাংলা ভাষার প্রথম উপন্যাস, যা তিনি টেকচাঁদ ঠাকুর নামে ১৮৫৪ সাল থেকে ধারাবাহিকভাবে 'মাসিক পত্রিকায় লিখতেন। এটি কথ্য ভাষায় লিখিত, যা 'আলালি ভাষা' নামে পরিচিত।
• ধনাঢ্য বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে মিশে এবং শিক্ষার প্রতি পিতার অবহেলার কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। পিতার মৃত্যুর পর সব সম্পত্তির বিনাশ সাধন করার পর তার বোধোদয় ঘটে। ফলে হৃদয়-মন পরিবর্তিত হওয়ায় সে সৎ ও ধর্মনিষ্ঠ হয়।
•  চরিত্র: মতিলাল, মোকাজান মিঞা বা ঠক চাচা, পূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর
• । তাঁর রচিত অন্যান্য গ্রন্থঃ 'মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়' (১৮৫৯), 'রামারঞ্জিকা' (১৮৬০), 'গীতাঙ্কুর (১৮৬১), 'যকিঞ্চিৎ' (১৮৬৫), 'অভেদী' (১৮৭১), 'ডেভিড হেয়ারের জীবনচরিত (১৮৭৮), 'আধ্যাত্মিকা (১৮৮০), 'বামাতোষিণী' (১৮৮১), 'কৃষিপাঠ' (১৮৬১), The Zamindar and Royats..

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions