কোনো ত্রিভুজের তিন বাহুর সমদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুর নাম কি?
Solution
Correct Answer: Option D
- ত্রিভুজের তিনটি বাহুর সমদ্বিখণ্ডকগুলো যেখানে ছেদ করে, সেই ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলে।
- পরিকেন্দ্র হলো এমন একটি বিন্দু যা ত্রিভুজের তিনটি শীর্ষ থেকে সমান দূরত্বে থাকে।
- এই পরিকেন্দ্রই ত্রিভুজের পরিধিবৃত্তের কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে ত্রিভুজটি পরিধিবৃত্তের ভেতরে অঙ্কিত হয়।
এটি ত্রিভুজের প্রকৃতির ওপর ভিত্তি করে ভিন্ন অবস্থানে থাকে:
- সূক্ষ্মকোণী ত্রিভুজে পরিকেন্দ্র ভেতরে থাকে।
- স্থূলকোণী ত্রিভুজে পরিকেন্দ্র বাইরে থাকে।
- সমকোণী ত্রিভুজে এটি হাইপোটেনিউজের মধ্যবিন্দুতে থাকে।
অতএব, তিন বাহুর সমদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দু হলো পরিকেন্দ্র।