UN CBD (Convention on Biological Diversity) এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
A মন্ট্রিল
B নাইরোবি
C জেনেভা
D প্যারিস
Solution
Correct Answer: Option A
• পৃথিবীর উদ্ভিদ ও প্রাণীজগতের বৈচিত্র্য রক্ষায় ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে Convention OR Biological Diversity (CBD) চুক্তি স্বাক্ষরিত হয়। এটি ১৯৯৩ সালে কার্যকর হয়।
• এ চুক্তিটিকে বাস্তবায়নের জন্য কানাডার মন্ট্রিলে UN CBD (Convention on Biological Diversity সদর দপ্তর/ অফিস স্থাপন করা হয়।