Solution
Correct Answer: Option B
• টাঙ্গুয়ার হাওড় সুনামগঞ্জের ধর্মপাশা ও তাহিরপুরে অবস্থিত। এটি স্থানীয়ভাবে 'না বুড়ি কান্দা ছয় কুড়ি বিল' নামে পরিচিত।
• এটি ১০ জুলাই, ২০০০ সালে 'রামসার সাইট' হিসাবে স্বীকৃতি পায়। অন্যদিকে, সুন্দরবন ২১ মে, ১৯৯২ সালে 'রামসার সাইট' এবং ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কোর ৭৯৮তম 'বিশ্ব ঐতিহ্য' স্থান হিসেবে স্বীকৃতি পায়।
• ১৯৮৫ সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহা ও ষাট গম্বুজ মসজিদকে 'বিশ্ব ঐতিহ্য' হিসেবে ঘোষণা করে।