মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
Solution
Correct Answer: Option D
• Optical Character Reader (OCR), Optical Mark Reader (OMR), Magnetic Ink Character (MICR) এবং Scanner কম্পিউটারের ইনপুট ডিভাইস।
• এগুলোর মধ্যে OCR এর সহায়তায় কম্পিউটারে মুদ্রিত লেখা সরাসরি ইনপুট দেওয়া যায়। যেমন: চিঠির পিন, বিদ্যুৎ বিল, ইন্সুরেন্স প্রিমিয়াম ইত্যাদি কম্পিউটারের OCR এর সাহায্য সম্পাদনযোগ্য রূপ পরিবর্তন করা যায়।