‘বেরিং প্রণালী’ কোন দুটি মহাদেশকে পৃথক করেছে?
A এশিয়া-ইউরোপ
B এশিয়া-আমেরিকা
C এশিয়া-আফ্রিকা
D ইউরোপ-আফ্রিকা
Solution
Correct Answer: Option B
এশিয়া - আমেরিকাকে পৃথক করেছে ‘ বেরিং প্রণালী'; এশিয়া - ইউরােপকে পৃথক করেছে 'বসফরাস প্রণালী এবং ‘ দার্দানেলিস প্রণালী'; এশিয়া - আফ্রিকাকে পৃথক করেছে ‘ বাব - এল - মানদেব ’ এবং ইউরােপ - আফ্রিকাকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী ।