বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে নৌকমান্ডো বাহিনী গঠিত হয়-
A ৩ নং সেক্টর
B ৫ নং সেক্টর
C ৮ নং সেক্টর
D ১০ নং সেক্টর
Solution
Correct Answer: Option D
মুক্তিযুদ্ধের সময় দেশের নৌপথ ১০ নং সেক্টরের অধীনে ছিল । এ সেক্টরের নির্ধারিত কোনাে কমান্ডার না থাকায় নৌবাহিনীর ৮ জন বাঙালি কর্মকর্তা সেক্টর পরিচালনার দায়িত্বে নিয়ােজিত ছিল । বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন এই ১০ নং সেক্টরের একজন কর্মকর্তা ।