Solution
Correct Answer: Option B
সূর্য হতে দূরত্ব অনুসারে শুক্রের অবস্থান দ্বিতীয় এবং এটা পৃথিবীর নিকটতম গ্রহ । পৃথিবী হতে এর দূরত্ব মাত্র ৪ . ২ কোটি কিলোমিটার । বুধের মতাে এ গ্রহকেও ভােরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা হিসেবে দেখা যায় ( শুকতারা বা সন্ধ্যাতারা আসলে কোনাে তারা নয় ) । এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ এবং এ গ্রহের কোনাে উপগ্রহ নেই ।