বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে-
A ব্যাসার্ধ
B ব্যাসার্ধের অর্ধেকের সমান জ্যা
C ব্যাস
D কেন্দ্র হতে দূরবর্তী জ্যাটি
Solution
Correct Answer: Option C
- বৃত্তের মধ্যে বৃহত্তম জ্যা হলো ব্যাস।
- কারণ ব্যাস হলো এমন একটি জ্যা, যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এবং বৃত্তের দুই প্রান্তবিন্দুকে সংযোগ করে।
- এর দৈর্ঘ্য বৃত্তের যেকোনো অন্যান্য জ্যা অপেক্ষা বেশি।
- ব্যাসের দৈর্ঘ্য = ২ × ব্যাসার্ধ, যা বৃত্তের ভেতরের সর্বোচ্চ দূরত্ব।