কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ ? 

A  রাত শেষ হয়ে এল  

B  ফুল তুলতে এলের বনে 

C  পরীক্ষায় নকল করোনা  

D  পাখীকে ঢিল মারলে কেন ? 

Solution

Correct Answer: Option D

 ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে । করণে শূন্য বিভক্তির কিছু উদাহরণঃ পাখিকে ঢিল মারলে কেন ?  চোরটাকে চাবুক মার,  সে চমৎকার ফুটবল খেলে । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions