একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 222 টাকা হলে, শতকরা বার্ষিক সুদের হার কত ? 

A  4% 

B  6% 

C  5% 

D  5.5% 

Solution

Correct Answer: Option B

Solution: 

 300 টাকার 4 বছরের সুদ বা (300 \( \times \) 4 ) = 1,200 টাকার 1 বছরের সুদ; 

আবার 500 টাকার 5 বছরের সুদ বা (5 \( \times \) 5) = 2,500 টাকার 1 বছরের সুদ; 

(1,200+2,500) = 3,700 টাকার 1 বছরের সুদ = 222 টাকা 

          1 টাকার 1 বছরের সুদ = \(\frac{{222}}{{3700}}\) টাকা 

 100 টাকার 1 বছরের সুদ = \(\frac{{222 \times 100}}{{3700}}\) = 6 টাকা । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions