একটি ঘড়িতে 3টা 20 মিনিট বাজে । ঘড়ির বিপরীতে রাখা আয়নার প্রতিবিম্বে কয়টা দেখা যাবে ?
Correct Answer: Option B
3 টা বিপরীত পাশে 9 টা । ঘন্টার কাঁটা 3 টা থেকে ডানদিকে যতটুকু দূরে 9 টা থেকেও ঠিক ততদূর ডানদিকে অবস্থান করবে ।
মিনিটের কাঁটার 20 মিনিটের বিপরীত 40 মিনিট । আর ঘন্টার কাঁটা 9 টা ডানদিকে সরালে 8 টা এর মধ্যে পড়বে ।
সুতরাং 8 টা 80 মিনিট হবে ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions