Solution
Correct Answer: Option D
- মোহাম্মদ নাসির উদ্দিন সম্পাদিত পত্রিকা 'সওগাত' ১৯১৮ সালে প্রথমে মাসিক হিসেবে প্রকাশিত হয়। পরবর্তীতে ১৯২৮ সালে সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হয়।
- মোহাম্মদ আকরম খাঁ সম্পাদিত পত্রিকা 'দৈনিক আজাদ' (১৯৩৬); ড. মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকা 'আঙুর' (১৯২০); কাজী নজরুল ইসলাম সহযোগে কমরেড মুজাফ্ফর আহমদ রচিত সান্ধ্য পত্রিকা 'নবযুগ' (১৯২০)।