সম্প্রতি আফ্রিকান ইউনিয়ন নিচের কোন সংস্থার সদস্য হন?

A WTO

B G-20

C G-7

D ASEAN

Solution

Correct Answer: Option B

- ১৯৬৩ সালের ২৫ মে আফ্রিকার ৩২টি স্বাধীন দেশের প্রধান আফ্রিকান ঐক্য সংঘ প্রতিষ্ঠা করেন।
- তবে প্রায় ৪৭ বছর ধরে এই সংঘ সদস্য দেশসমূহের উন্নয়ন ও প্রগতিশীল রাজনৈতিক সংস্কারে আশানুরূপ ভূমিকা রাখতে সক্ষম হয়নি।
- এই প্রেক্ষাপটে লিবিয়ার সিরতি নগরে ১৯৯৯-এর সেপ্টেম্বরে আফ্রিকান ঐক্য সংঘের উত্তরসূরি প্রতিষ্ঠান হিসেবে আফ্রিকান ইউনিয়ন গঠন করার ঘোষণা দেয়া হয়।
- এই ঘোষণা অনুযায়ী ৫৫টি আফ্রিকান দেশ কর্তৃক সুনির্দিষ্ট ১১টি লক্ষ্য অর্জনের জন্য ২০০১-এর ২৬ মে আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়ন গঠিত হয়।
- পরে ২০০২-এর ৯ জুলাই আফ্রিকান ঐক্য সংঘের পরিবর্তে দক্ষিণ আফ্রিকা থেকে কাজ শুরু করে আফ্রিকান ইউনিয়ন।

=========G-20 আপডেট তথ্য================
• আফ্রিকান ইউনিয়ন সদস্যপদ লাভ করে: ৯ সেপ্টেম্বর, ২০২৩।
• বর্তমানে সদস্য - ২১টি (১৯টি দেশ এবং ২টি সংস্থা)।
• যে ২টি সংস্থা G-20 এর সদস্য: ইউরোপাীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
• বর্তমান প্রেসিডেন্টঃ ব্রাজিল
• বর্তমান স্লোগানঃ "টেকসই পুনরুদ্ধার: টেকসই উন্নয়নের জন্য টেকসই অর্থনীতি" ও "এক পৃথিবী এক পরিবার"

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions