Shakespeare's 'The Merchant of Venice' is a-
Solution
Correct Answer: Option B
- Elezabethan Age (1558-1603) এর সর্বশ্রেষ্ঠ নাট্যকার Shakespeare এর বিখ্যাত কমেডি নাটক The Merchant of Venice।
- অনেকে এ নাটকটিকে ট্র্যাজি কমেডি বলেও আখ্যায়িত করেছেন।
- এই নাটকে Shylock হচ্ছে এক সুদখোর মহাজন এবং Antonio হলো ভেনিসের ব্যবসায়ী।
- সময়মত টাকা শোধ করতে না পারলে শরীর থেকে এক পাউন্ড মাংস কেটে দেওয়ার শর্তে Antonio মহাজন Shylock এর কাছ থেকে কিছু টাকা ধার নেয়। কিন্তু Antonio সময়মতো সে টাকা পরিশোধ করতে পারে না। পরবর্তীতে Portia ও Bassanio এর পরিকল্পনায় Shylock এর বিরুদ্ধে Antonio কে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।
- Shakespeare এর অন্যান্য নাটকগুলো হলো- As You Like It, Twelfth Night, A Midsummer Night's Dream, The Tempest ইত্যাদি।