পিতা ও পুত্রের ওজন ২৫০ কেজি; পিতার ওজন পুত্রের ওজনের দেড় গুণ। পুত্রের ওজন কত কেজি?
Solution
Correct Answer: Option C
মনেকরি, পুত্রের ওজন = x কেজি
∴ পিতার ওজন = ১(১/২) * x
= (৩/২) * x
= (৩x)/২ কেজি
প্রশ্নমতে, x + (৩x)/২ = ২৫০
⇒ (২x + ৩x)/২ = ২৫০
⇒ (৫x)/২ = ২৫০
⇒ ৫x = ২৫০ * ২
⇒ x = ৫০ * ২
∴ x = ১০০
∴ পুত্রের ওজন ১০০ কেজি ।