Solution
Correct Answer: Option A
- যার অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ নেই তাকে রেখা বলে ।
- রেখার দৈর্ঘ্য উভয়দিকে অসীম পর্যন্ত ক্রমবর্ধমান । তাই, রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই ।
- এটি সোজা দৈর্ঘ্য বরাবর উভয়দিকে অসীম পর্যন্ত চলমান । তাই রেখার কোনো প্রান্ত বিন্দু নাই ।