______ Is the rate that the firm pays to procure financing.
Solution
Correct Answer: Option A
- একটি প্রতিষ্ঠান তার কার্যক্রম পরিচালনার জন্য এবং বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের জন্য বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে। এই উৎসগুলোর মধ্যে রয়েছে ঋণ (Debt) এবং ইকুইটি বা শেয়ার মূলধন (Equity)। প্রতিটি উৎসের জন্য প্রতিষ্ঠানকে একটি নির্দিষ্ট হারে ব্যয় বহন করতে হয়। যেমন, ঋণের জন্য সুদ দিতে হয় এবং শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বা রিটার্ন দিতে হয়। - ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল (Weighted Average Cost of Capital
- WACC), বা মূলধনের গড় ব্যয় হলো একটি প্রতিষ্ঠানের সকল প্রকার অর্থায়নের উৎসের ব্যয়ের একটি গড় হার। এটি গণনা করার সময় প্রতিটি উৎসের আনুপাতিক ওজন (weight) বিবেচনা করা হয়। এই হারটি প্রতিষ্ঠানের জন্য একটি ন্যূনতম রিটার্নের হার হিসেবে কাজ করে; অর্থাৎ, কোনো প্রকল্পে বিনিয়োগ করতে হলে সেই প্রকল্প থেকে অন্তত এই হারের সমান আয় হতে হবে, নতুবা প্রতিষ্ঠানটির জন্য সেই বিনিয়োগ লাভজনক হবে না। এক কথায়, এটিই সেই গড় হার যা একটি প্রতিষ্ঠানকে তার অর্থায়ন সংগ্রহের জন্য পরিশোধ করতে হয়।