A measure of satisfaction in economics is denoted as-
Solution
Correct Answer: Option C
- অর্থনীতিতে, কোনো পণ্য বা পরিষেবা ভোগ করে একজন ভোক্তা যে মানসিক সন্তুষ্টি, তৃপ্তি বা উপকারিতা লাভ করে, তাকে ইউটিলিটি (utility) বা উপযোগ বলা হয়।
- এটি একটি ধারণাগত পরিমাপ যা দিয়ে ভোক্তার পছন্দ, চাহিদা এবং আচরণ বিশ্লেষণ করা হয়।
- একজন ভোক্তা সেই পণ্যই কেনে যা থেকে সে সর্বোচ্চ উপযোগ পাবে বলে মনে করে।
- তাই, সন্তুষ্টির অর্থনৈতিক পরিমাপ হলো ইউটিলিটি।