'A dairy of a young girl'- বইটির সাথে কোন কোন যুদ্ধ সম্পর্কিত?
A প্রথম বিশ্বযুদ্ধ
B দ্বিতীয় বিশ্বযুদ্ধ
C ক্রুসেড যুদ্ধ
D ওয়াটার লু যুদ্ধ
Solution
Correct Answer: Option B
'A dairy of a young girl'- বইটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত। অ্যানা ফ্রাঙ্ক রচিত ওলন্দাজ ভাষায় লিখিত বিখ্যাত গ্রন্থ 'A dairy of a young girl'। জার্মান নাৎসি বাহিনীর নেদারল্যান্ড অভিযানের সময় লেখিকা ও তাঁর পরিবার নেদারল্যান্ডের একটি বাড়িতে লুকিয়ে ছিল। বইটিতে অ্যানা ফ্রাঙ্ক সেই দিনগুলোর বর্ণনা দিয়েছেন।