‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন?
Solution
Correct Answer: Option B
- রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা সাহিত্যের একমাত্র পদাবলি সাহিত্যের রচয়িতা।
- অক্ষয়চন্দ্র সরকার ও সারদাচরণ মিত্র সম্পাদিত মধ্যযুগীয় মৈথিলি ভাষায় রচিত ‘প্রাচীন কাব্য সংগ্রহ’ গ্রন্থের কবিতাগুলো রবীন্দ্রনাথকে আকৃষ্ট করেছিল ।
- অক্ষয়চন্দ্র সরকারের কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর টমাস চ্যাটার্টন নামক জনৈক বালক কবির কথা শুনেছিলেন, যিনি প্রাচীন কবিদের অনুকরণে কবিতা লিখতেন।
- পরবর্তীতে চ্যাটার্টনের আদর্শে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজবুলি ভাষায় গীতিকাব্য সংকলন 'ভানুসিংহ ঠাকুরের পদাবলি' (১৮৮৪) রচনা করেন।