Solution
Correct Answer: Option D
- অ্যামাইনো এসিড হচ্ছে আমিষ গঠনের একক।
- আমিষ পরিপাক হওয়ার পর তা অ্যামাইনো এসিডে পরিণত হয়।
- এ পর্যন্ত আমাদের শরীরে ২০ ধরনের অ্যামাইনো এসিড আবিষ্কৃত হয়েছে।
- এর মধ্যে অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড ৮টি। এগুলো হলঃ লাইসিন, ট্রিপেটোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, লিউসি, আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন ও থ্রিওনাইন।