A Severe Acute Respiratory Syndrome
B Systematic Acute Recovery Syndrome
C Simple Access Respiratory System
D None
Solution
Correct Answer: Option A
SARS এর পূর্ণরূপ হলো Severe Acute Respiratory Syndrome। এটি একটি ধরনের ভাইরাসজনিত রোগ যা ফুসফুস ও শ্বাসতন্ত্রকে প্রভাবিত করে।
- SARS একটি সংক্রামক রোগ যা প্রধানত শ্বাসনালীতে সংক্রমণ ঘটায়।
- এই রোগের লক্ষণগুলোর মধ্যে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট প্রবল মাত্রায় দেখা যায়।
- SARS প্রথম বার ২০০২ সালে চিনে ধরা পড়ে এবং দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
- রোগটির প্রধান কারণ হলো SARS-Coronavirus নামক ভাইরাস, যা মানুষের মধ্যে সহজে সংক্রমণ ঘটাতে পারে।
সুতরাং, Option 1: Severe Acute Respiratory Syndrome যথার্থ পূর্ণরূপ। অন্য যে অপশনগুলো দেওয়া হয়েছে তা এই ভাইরাসজনিত রোগের সঠিক ব্যাখ্যা দেয় না।