গর্ভাবস্থায় প্রথম প্রসবকালীন পরিচর্যার জন্য কোন রোগী আসলে নিম্নের কোন পরীক্ষাটি করা হয়?
A Hb%, Blood group, Urine R/M/E
B ECG
C Chest X-ray
D All of the above
Solution
Correct Answer: Option A
গর্ভাবস্থায় হরমোনের স্তর চিহ্নিত ও নির্ধারণ করতে রক্ত পরীক্ষা করা হয়। গর্ভাবস্থায় রক্তে হিমোগ্লোবিন তৈরীর কাঁচামাল আয়রন কমে গেলে রক্তশূন্যতা হতে পারে।