সিনাই উপদ্বীপ কোথায় অবস্থিত?
A ইয়েমেন
B মিশর
C সিরিয়া
D সৌদি আরব
Solution
Correct Answer: Option B
সিনাই মিশরের একটি উপদ্বীপ। ১৯৫৬ সালের সুয়েজ সংকটের সময় ও ১৯৬৭ সালের ৩য় আরব-ইসরায়েলের ৬ দিনের যুদ্ধের সময় ইসরায়েল মিশ হতে উপদ্বীপটি ছিনিয়ে নেয়। পরবর্তীতে ১৯৭৩ সালে চতুর্থ আরব-ইসরায়েল যুদ্ধের সময় মিশর উপদ্বীপটি পুণরায় ফিরে পায়।